বসন্তের চৈত্রমাসের
          শুক্লপক্ষে পূজে বাসন্তী ,
ঘরে ঘরে আনন্দ
            আয়োজন হয় হৃষ্টমতি ।


বসন্তে  দেবী বাসন্তীর
                মর্ত্যে হয় আগমণ  ,
সিংহারূঢ়া ভগবতীর
                 ভক্তিভরে করে পূজন ।


দশকরে অস্ত্র ধরে
             আসেন মা সাজিয়া  ,
সিংহপৃষ্ঠে আরূঢ়া  দেবী
               অসুর বধ করিয়া ।


ডাইনে লক্ষ্মী অন্নদাত্রী
              আর দেবসেনাপতি  ,
বামে বিদ্যাদেবী অধিষ্ঠাত্রী
               আর মুষিকবাহন গনপতি ।


উমাসাথে কৈলাশপতির
                 হয় আবাহন ,
বসন্তের চৈত্রমাসে
               বাসন্তীর পূজন ।
    ××××××××××××××××××××××
বিকাল -  ৫ : ১০ মিনিট ।
২৫ / ০৩ / ২৩ শনিবার ।
কোলকাতা।