বুবাই বোস ব্যাগ কাঁধে চলে বাজারে ,
বাবা তারে বলেন বাবু বাতাপি আনিসরে !
বিষুর দোকানে আনিস বাদাম ,বিস্কুট ,বেসন ,
বরফি, বেদানা ,বিউলির ডাল কিনেছে বিজন ।
বনমালী বলে বাসু খুড়ো সব্জি বাজার গেলে ,
ব্রকোলি ,বরবটি , বিনস্ ,বেথোশাক এনো পেলে ।
বাঁধাকপি ,বরই , ব্লুবেরী ,স্ট্রবেরী আরো ভিন্ন ফল ,
আর এনো বেলে ,বাটা ,বৌরাণী,বামুশ ,বোয়াল ।
বাঘাইড় , বালিচুরা ,বাইম,বইটকা ,বিজয়দারি ,
বেচি,বাতাসি ,বোরগুনি আর মাছ বেলচুরি ।
বাসেকরে যাবে বাবু বৌবাজারে খেতে   বিরিয়ানি ,
বেলতলাতে নামবে গিয়ে করে বাবুয়ানি !
বিমল ,বেণী ,বিন্দু ,বিনোদ ,বিবেক ,বদন ,
আর যাবে বান্ধব ,বঙ্কিম ,বৃন্দা,বিধু ,বিপিন !
সেথা আছে বৈশাখী ,বীথিকা ,বর্ষা , বর্ণালী ,
আর বন্দিতা ,বেহুলা ,বিদিতা বেনু আর বনানী !
ব্রজবালা ,বালিকা ,বসুমতি ,ব্রজবুলি ,বিমলা ,
বিজলি ,বিহগী ,বন্দনা ,বিশাখা ,ব্রজেশ্বর ,বিজনবালা !
সবে মিলি একসাথে গেলো বারাসাত হতে বাগবাজারে ,
সেখান থেকে যাবে ওরা বীরভূম থেকে বড়বাজারে !
         **************
সন্ধ্যা - ৫ : ৪৭ মিনিট !
০৬ / ০৪ / ২৩ বৃহস্পতিবার !
কোলকাতা !