সভ্যতার যুগে নরপশু আছে অনেকে ,
সংসার ধর্ম করেও সে থাকে স্বার্থ সুখে !
ভালো কি মন্দ স্নেহ প্রেম নাই স্থান বুকে, ঘুমায় খায় বেড়ায় থাকে দিব্যি মহা সুখে!


সন্তানের মুখের গ্রাস কেড়ে খায় জ্ঞানহীন,
কে কি খেলো না খেল ভাবেনা অর্বাচীন !
অপরের নিবে খাবে সম্মান মনুষ্যত্বহীন ,
বসে বসে খাব নিবে কুঁড়ের যম কর্মহীন !


মানুষরূপী পশুসম ছাগল পাগলের ন্যায় আচরণ ,
নাই সামাজিকতা চক্ষুলজ্জা বিবেকের দংশন !
খাবে নিবে ঘুরে বেড়াবে নাই লজ্জাশরম ,
সম্মানের নাই বালাই নাই বিবেক বিবেচন!


সকল কিছুই বোঝে জানে না বোঝার ভাব,
সুযোগ বুঝে সুযোগ নেয় শয়তানের বাপ্ !


খাবে নিবে পরবে পরিবর্তে করবেনা কিছু,
যেখানে ভালো মন্দ খাবে ঘুরে তার পিছু !
জ্ঞানহীন স্বার্থপর মিথ্যাবাদীমানুষ আছে যত ,
ঠিক তারা কুকুর ছাগল শুকর পাগলের মত !
        **************
বিকাল - ৪ : ১৫ মিনিট !
০২ / ০৯ /২৩ শনিবার !
কলকাতা !