ভবঘুরার উন্মাদনা বাড়ায় কেবল হৃদয় যন্ত্রনা ,
কোথায় বেশী আনন্দ সদাই ভাবে এই ভাবনা ।


বিনা শ্রমে খাবে বসে তার উপর করেনা সংসার ভরসা ,
ভবঘুরে ঘুরে মরে কোথায় খাবে ভালোমন্দ এই আশা ।


ঘৃনা লজ্জা নাই যার শুধুই স্বার্থ সুখ চরিত্র যার ,
মান সম্মান কি তাই বুঝার জ্ঞান শক্তি নাই তার ।


লাজ লজ্জা সম্মান ভুলে অনাহূত হয়ে খেতে চলে,
লজ্জার মাথা খেয়ে বাধ্য হয়ে তারে খেতে বলে  ।


ভালো মন্দ বসে খাবে ভাবনা চিন্তার নাই বালাই ,
বসে বসে আয়াস করবে তার চক্ষুলজ্জা আদৌ নাই ।


বিনে খরচে খাবে পরবে ঘুরবে চিন্তা নাই কোথা পাবে ,
অপরের ঘাড়ে বসে বিনা পরিশ্রমে ভালো ভালো খাবে ।


শয়তানীতে সিদ্ধহস্ত কার্য্যকালে নানান অজুহাত দেখায় ,
কার্য্য সমাপ্ত হলে যেন কত ভদ্রলোক তথায় উপস্তিত হয় ।


ভালো খাবে মাখবে পরবে ঘুরবে দেবেনা  কোন শ্রম ,
শয়তানী দেড়চালাকি মাথায় আঁটে বদবুদ্বির যম ।


না ভাবে অগ্র পশ্চাৎ না চিন্তে অদূর ভবিষ্যৎ ,
যখন যেথা খাবার আনন্দ পালায় তৎক্ষনাৎ ।


        **************
রাত্রি - ৮ : ৫৬ মিনিট ।
০৭ / ১২ / ২৩  বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।