নন্দের নন্দন তুমি যশোদা দুলাল ,
দাম বসুদাম সখা তব গোঠের রাখাল ,


অলকা তিলকা ভালে শিরে শিখিপাখা ,
কদমতলে বাজাও  বাঁশী ভঙ্গীখানি বাঁকা ।


যশোদার জীবন ধন রাখাল চূড়ামণি ,
রাখাল গন সাথে মায়ের চুরি কর ননী ।


গোষ্ঠবিহারী তুমি গোঠে বাজাও বাঁশরিয়া ,
বংশীধ্বনী শুনে  গোধনী থাকে  মুখ তুলিয়া  ।


হাটে যায় গোপিনী যত দধী বেচিবারে ,
দধীর ভান্ড তাহাদের ভাঙ্গ ঢিল মেরে   ।


চটুল চতুর কানাই একি তোমার খেলা ,
নিধুবনে কৃষ্ণকালী দেখাও তুমি লীলা  ।


ভক্ত প্রহ্লাদ সদা মুখে হরিনাম নিলে,
কশিপুর আদেশে প্রহ্লাদকে  ফেলে গভীর জলে ।


প্রহ্লাদে জিজ্ঞাসে কশিপু হরি আছে সর্ব স্থলে ?
প্রহ্লাদ বলে হরি আমার  অনলে,অনিলে ,সলিলে ।


তোমার হরি রাজপুরে  আছে স্তম্ভ  ভীতরে  ?
লাথি মেরে ভাঙ্গে স্তম্ভ নৃসিংহ মুরতি আসে বাহিরে ।


ভক্তের অধিন ' নৃসিংহ হরি 'কশিপুরে শুইয়ে জানু 'পরে ,
নখ দিয়ে চিরে পেট কশিপুর নাড়ী ভুঁড়ী গলায় পরে ।


ভক্তের অধিন ভগবান ,ভক্ত পড়িলে বিপদে ,
যথাকালে দেখা দিয়ে রক্ষা করেন তাকে ।


ভক্তাধীন ভগবান যুগে যুগেই রক্ষা করেন ভক্তরে,  
যদি মনে ,প্রাণে , ভালবেসে ডাকে  তাঁকে ভক্তিভোরে ।


              **************


সকাল -১০ : ৫৫ মিনিট ।
০৫ /১১ /২০২০ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ॥