ভালোলাগার থেকে আসে ভালোবাসা ,
নাহি বোঝে ভালোমন্দ জাতি রূপ ভাষা ।
ভালোবাসা জন্ম নেয় নিজের অজান্তে ,
তিল তিল জমা হয় হৃদয় সীমান্তে ।
কখন আসে ভালোবাসা কাকে ভালোবেসে ,
কেউ জানেনা কেউ বোঝেনা কোন দিকে আসে ।


বাজিছে মোহন বাঁশী ফুকারী ফুকারী ,
কোথা আছো বিনদিনী ডাকে বাঁশরী ।
তোমার বিরহে কাঁদে এই প্রাণ মন ,
ত্বরা করি এসো প্রিয়ে এই নিধুবন ।
আধা অঙ্গ শ্যাম মম আধা অঙ্গ রাধা ,
রাধা নামে বাঁশী মম রাধা নামে সাধা ।
মোহন বাঁশরী মোর বাজে রাধা রাধা ,
ব্রজের বাঁশুরী শুধু রাধা প্রেমে বাঁধা ।
বৃষভানু সুতা রাধা কীর্তিমতি মাতা ,
নন্দের নন্দন আমি মাতা মম যশোদা ।


মথুরায় জন্মেন কৃষ্ণ কংস কারাগারে ,
বসুদেব পিতা তাঁর জন্ম দেবকী উদরে ।
গোকুলে রেখে আসেন কৃষ্ণে রক্ষা তরে ,
মা যশোদার কোলে কৃষ্ণ বাড়ে ধীরে ধীরে ।


        ××××××××××××××××××××××
বিকাল - ৪ : ১০ মিনিট  ।
১৪ / ০২ /২৩  মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।