ভুলের মাসুল বইতে গিয়ে
                ভুলতো হয়েই যায় ,
তাইতে আমি ভাবি বসে
                নিত্য নিরালায় ।
দিন যায় ক্ষণ যায়
            ফিরে সেতো আসেনা হায় ,
দুর্বিসহ জীবন পথে
                অবিরত দগ্ধ হয়  ।
পথ হারা দিশে হারা
                মনুষ্য সমাজ জগৎ ,
দেখিনাতো তেমন কেউ
                  আছে সজ্জন মহৎ
ভালোবাসা স্নেহ মমতা
                    সেকি বড় দোষ ?
মেকি আদর ভালোবাসা
                  নিতান্তই বড় খোষামোদ ।
তেলা মাথায় তেল দেওয়া
                   জগতের এটাই  নিয়ম ,
দীন দুঃখী পায়না খেতে
                   এটাই যুগের ব্যাতিক্রম ।
সাধু সন্ন্যাসীগন পায়
                   পূজার আচারের উপচার ,
অভাগারা নাহি কিছু পায়
                   এটাই দুনিয়ার বিচার ।
ধর্মই হয় কর্ম
               এটাই ধর্মের সারমর্ম ,
যদ্যপি কর কুকর্ম
                  কর্মফল পাবে অদম্য ।
জ্ঞানী গুণী জনে ক'ন
                    নেই এর বিশ্লেষন ,
কর্ম করবে যে যেমন      
                      ফল পাবে সে তেমন ।
মাতৃগর্ভে যখন ছিলে অচেতন
                   কর্মফল কিযে তা' বোঝনি তখন ,
পার্থ্বীব ধরায় লভিয়া জনম
                   হিতাহিত  জ্ঞান শূন্য না হও কখন ।

    **************************
বিকাল -৫ :১৮ মিনিট !
১৩ /০৩ /২২ রবিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !