বীরসন্ন্যাসী বিবেকানন্দ তোমায় জানাই প্রণাম ,
১৯০২সালে ৪ ঠা জুলাই হলো তোমার মহাপ্রয়ান !
বেদান্ত দর্শনে শ্রেষ্ঠগুরু তুমি বিবেকানন্দ ,
জগৎজনেরে শিখাইলে তুমি তমার দর্শন শাস্ত্র !
তুমি যখন চলিয়া গেলে পৃথিবীর মায়া ছেড়ে ,
সেদিন তুমি সকালে উঠিয়া ধ্যানরত ছিলে ঘন্টা তিন ধরে !


শুক্লা -যজুর্বেদ ব্যাকরণ ছাত্রদের শেখাও দর্শন শাস্ত্র ,
রামকৃষ্ণমঠের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন  সর্ববিধ !
মহাউত্সাহে গঙ্গার যত ইলিশ কিনলেন বিবেকানন্দ ,
দুপুরবেলা একসাথে বসে সবারসঙ্গে খেলে ইলিশের নানান পদ !
আপন আগারে প্রবেশ করিয়া হলেন ধ্যানাতে মগ্ন ,
নিশাকালে রাত্রি ৯টা ১০ মিনিটে আনন্দধামে হলেন অবতীর্ণ !


ধ্যানাতে বসেই তরুণ সন্ন্যাসী যাত্রা করেন মহাপ্রয়াণের পথে ,
২১টি মারন রোগ বাসা বেঁধে ছিল স্বামীজীর দেহতে !
৩৯ বছর ৫মাস ২৫ দিনে তিনি গমন করেন আনন্দ ধাম ,
রামকৃষ্ণের দেহান্তের ১৬বৎসর পর হলো স্বামীজীর মহাপ্রয়াণ !
বেলুড় মঠের শ্মশান ঘাটাতে হয় ঠাকুর রামকৃষ্ণের দেহ দাহ ,
১৬ বৎসর পর হলো স্বামীজীর দেহের অন্তেষ্ঠী কর্ম্মাহ !


শৈশবেতে ছিলেন তিনি মহেশ্বরের ভক্ত ,
শিব ছাড়া অন্য দেবতাতে ছিলেন না আসক্ত !
    ******************
দুপুর - ১২ : ২২ মিনিট !
০৪/০৭/২৩ মঙ্গলবার !
বীজগাঁও =সুইজারল্যান্ড ! ( ইউরোপ )