ঠাকুরদাস বন্দোপাধ্যায় যার পিতা ,
                  ভগবতী দেবী মাতা ।
মেদিনীপুর জেলায় ,বীরসিংহে জন্ম নেন ,
                     সেই মহান ত্রাতা ।


দয়ার সাগর বিদ্যাসাগর বিখ্যাত ভূবনে ,
       বিশ্বজনে দয়া কর সবে তা'জানে ।

বাল্যবিবাহ তুমি করেছিলে  বন্ধ ,
বিধবা বিবাহ তুমিই করলে প্রচলিত ।


নারীশিক্ষার  দেশে  করেছিলে প্রচলন ,
নারীরা গৃহের গন্ডী পার হ'তনা যখন ।


নারীকে মাতৃরূপে উচ্চে সম্মান ,
মহৎ হৃদয় ,প্রাণ ,করলে তা' প্রমান ।


মায়ের ডাকে পার হয়েছিলে ভরা দামোদর ,
পার হয়ে দেখালে তুমি মাতৃ ভক্তি কত বড় ।


দরিদ্র  ব্রাহ্মনের গৃহে জন্ম তোমার ,
কুলিন একনিষ্ঠ ব্রাহ্মন  পরিবার ।


দরিদ্রের তরে কাঁদতো তোমার প্রাণ ,
তাই দরিদ্র হিতে উৎস্বর্গিত তোমার মন ।


রত্নগর্ভা মাতা তোমার মহৎ তাঁর মন ,
তাইতো তিনি তোমা সম রত্ন গর্ভে করেন ধারণ ।


        🌿🌾🌿🌾🌿🌾🌿🌾🌿🌾


দুপুর -১:১০ মিনিট ।
২৬/০৯/২০১৯ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।