লালে লাল পলাশ ফুলে হারাঁয়ে গেল মন ,
আয়না দেখি খুঁজে কবকে আছে বিহার লগন ।
বসন্তেরি মিলন খেনে মন লাগে নাই কাজে ,
এমন মিলন খেনে যদি তুঁই  না থাকিস কাছে ।
বসন্তেরি মিলন রাইতে যদি না থাকিস সঙ্গে তুঁই ,
বল দেখিনা কারে আমার মনের কথা কই ।
বসন্তেরই প্রেম ফাগুনে মন যে পুড়ে প্রেম আগুনে ,
কেমন করে নিভাই আগুন বলনা আমার কানে কানে ।
বসন্তে লাল পলাশের রঙীন ভাষা চোখে লাগায় রঙীন নেশা,
পলাশ রাঙা মনও রাঙা প্রেমের রঙে নাই যে দিশা ।
গাছের ডালে কোকিলা ডাকে চোখে যে তার প্রেমের ভাষা ,
বুইঝতে লারী প্রেমের ভাষা লেগেছে মনে রঙীন নেশা  ।
পাঁদাড়ে পলাশের বন শিমুলে রাঙাইলে  কানন ,
বসন্তের এই মিলন খেনে রাঙাং দিলেক সবার মন ।
ভালোবাসার রঙ লাগিছে সবার চোখের কোণে ,
বাসবোভালো কইরব বিহা ফাগুনের এই বসন্ত লগনে  ।
তাই লালে লালে পলাশ ফুলে হারাঁয়ে গেল মন ,
আয়না খুঁজে দেখি কবকেঙ আছে বিহার লগন ।


         ******************