একশত আট নীল কমলে ,পূজি মা তোর রাঙা পায় ,
মোদের ছেড়ে যাসনে মাগো ,এই মিনতি তোরে জানাই ।
আসবি আবার বছর পরে ,মনে কি আর ধৈর্য্য ধরে ,
মা আমার আনন্দময়ী,পাবো কি আর দেখতেতোরে ?
শারদা শরতে এলি ,ফুটিল শেফালি,শিউলি ,
মাধবী ,মালতী লতায় গুণগুণ গুঞ্জরে অলি ।
কাশফুলে কাশফুলে ছেয়ে গেছে বন ,
তোর আগমনে আনন্দে ভরলো এ   মন ।
সপ্তমী,অষ্টমী ,এলো - মাতলো মাতলোরে ভূবণ ,
নবমী এলোরে ভাই ,আনন্দে মাতে জগৎ জন ।
পোহাইওনা আর তুমি ওগো ও  নবমী নিশি ,
তুমি অন্তে গেলে নিশি ,অস্তে যাবে উমা শশি ।


আইল দশমী তিথি বিষাদে ভরে জীবন ,
সিঁদুর খেলা ,মিষ্টি মুখ ,অশ্রুজলে ভাসে পুরবাসী গন ।
কাঁদিয়ে যাচ্ছিস মাগো ,আসবি আবার কবে ?
শরৎ ফিরিয়া এলে থাকবো অপেক্ষাতে সবে ।


আবার আসিও জননী আমার ভুলোনা এ দীন সন্তানে ,
বিদায়ের সুরে কাতর এ হিয়া বাধা নাহি মানে যায় বিদরিয়া -
আসার আশায় রহিনু চাহিয়া  আবার আসিও এ দীন ভবনে ।


                  ***********
(কবিতার আসরের সমস্ত কবি ব্ন্ধু ও ভাইদের শুভ বিজয়া  দশমীর প্রীতি , শুভেচ্ছা ও ভালোবাসা জানাই )
                    


বেলা - 5:12 মিনিট ,
19/10/2018 শুক্রবার ,
মেদিনীপুর _কেরাণীটোলা ।