ভোট ভোট ভোট বাঁধ সবে জোট ,
ভোট কেন্দ্রে সঠিক চিহ্নে দাও ভোট ।
দিলে আমায় ভোট পাবে সুবিধা সুযোগ ,
চাকরী জমি সবই পাবে টুটবে কষ্ট ভোগ ।


ভোট প্রাক্কালে নেতাগন বিনয়ের অবতার ,
জনগনের উন্নতিকল্পে ত্যাগে শয্যা আহার ।
আহার নিদ্রা ত্যাগ করে উন্নয়ন করে ঘরে ঘরে ,
বিদ্যুৎ জল চাষ বাড়ী রাস্তা ঘাট উন্নয়ন তরে ।


লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী বার্দ্ধক্য ভাতা ,
সবুজসাথী স্বাস্থ্যসাথী জয়বাংলা শিক্ষাশ্রী বেকারভাতা ।
সবুজশ্রী খাদ্যসাথী গতিধারা সুফল বাংলা নিজশ্রী ,
ঐক্যশ্রী জলধারা কর্মসাথী কর্মশ্রী কৃষকবন্ধু আরো কতশ্রী ।


ভোট নিবার কালে কতকিছু করে দেবে বলে আশ্বাস দিলে ,
ভোটে জিতলে পরে প্রতিশ্রুতি সব ভুলে কাউকে না চিনলে ।
কত সব আশা দিয়ে ভোটে জিতলে সব আশায় জল ঢেলে ,
নেতা হয়ে গদি পেলে শাকরেদ নিয়ে নিজের পকেট ভরলে ।


এইতো ভোটের নামচা নেতারা  বিনয়ের অবতার  ,
ভোট পাবে মন্ত্রী হবে দেশের জনগন কি পাবে সুবিচার ?


সুন্দর দেশ গড়ার মনে মনে ছিলো ইচ্ছা  ,
শেষে সব ভুলে গিয়ে মনে বাড়ে দেবচ্ছা ।
দেশের থেকেও বৈভব মনে মনে বাড়ে লোভ ,
দেশ গড়া ভুলে গিয়ে মনে বাড়ে নিজের করি সব ।
  
**************
রাত্রি - ৪ :৪৭ মিনিট !
২৫ /০৩ / ২৪ সোমবার !
কোলকাতা !