শহীদের  লাল খুনে ,
বুক ভেসে গেলো বানে ।
রাখতে দেশের সম্মানে ,
এগিয়ে এলো বীর সন্তানে ।


রাখিতে দেশের মান ,
মাতৃ সন্তানেরা আগুয়ান ।
করিল বুকের রুধির দান ,
কত শহীদ হলো বীর সন্তান ।


দেশের মাটি পরিপাটি ,
সকল দেশের সেরা ।
জীবন দিয়ে রুবির ঢেলে ,
দেশমাতাকে রক্ষী মোরা ।


সকল দেশের সেরা এ দেশ ,
রূপের যে তার নেইকো শেষ ।
শস্য শ্যামলা আমার এদেশ ,
সোনালী সবুজে সাজানো বেশ ।


গাছ ভরেছে ফুলে ফুলে ,
ডাল ভরেছে ফলে ফলে ।
পুকুর নদী ভরা জলে ,
পাণকৌড়ী ডুবে পলে পলে ।


রপসী বাংলা সোনালী বাংলা ,
আমার সোনার বাংলা দেশ ।
যতই বর্নি রূপ যে মায়ের ,
বর্ননার তার নেইকো শেষ ।


বীর প্রসবিনী জননী আমার ,
কত না বহিস দুঃখের ভার ।
তোর মাটিতেই ফলে সোনার ফসল ,
তোর বুকেতেই করি নন্দে কোলাহল ।


নমঃ নমঃ নমঃ স্বদেশভূমি মম ,
জননী জন্মভূভি তুমিই স্বর্গ সম ।
খাদ্য দিলে জল দিলে জীবন দিলে তুমি ,
এই মাটিতে জন্ম লয়ে ধন্য হয়েছি আমি ।


*************************
সন্ধ্যা = ৫ : ১৫ মিনিট ।
১৯ / ০৯ / ২২ সোমবার ।
কোলকাতা ।