( আজ আমার ৩৫০ তম কবিতা নিবেদন কবিতার আসরে !)


নয়ন খুলে দেখি তোমায় -
             তোমার কোলে আসি ,
জন্মাবধি আমৃত্যুকাল -
             মাগো তোমায় ভালবাসি !


তোমার দেহের রক্ত দিয়ে -
                 গড়েছো মোর দেহ ,
মানুষ জনম পেয়েছি  -
             মাগো তোমার অনুগ্রহ !


শিশুকালে যাহার সাথে -
               খেলা খেলিলাম ,
সেযে আমার মিষ্টি বোন -
               আমার প্রাণের প্রাণ !


বেণারসীতে সাজিয়ে যারে -
                   আমি গৃহে  আনি ,
সে যে আমার গৃহলক্ষ্মী -
                আমার গৃহকল্যাণী  !


সংসারের সুখ দুঃখ -
            নেয় যে আপন করে ,
যতকিছু দায় দায়িত্ব -
              নিলে মাথার পরে  !


বুকের মধ্যে জড়িয়ে ধরি -
                   বড় আদরের মেয়ে ,
বাপ সোহাগী সে যে আমার -
                     পৃথিবীতে সবচেয়ে  !


শেষ জীবনে অসময়ে -
           সবাই ছেড়ে যায়  ,
অর্দ্ধাঙ্গিনী সেই রমণী -
           না ছাড়ে আমায়  !


আন্তর্জাতিক নারী দিবসে -
                এই কথাই মোরা জানি ,
পুরুষ তান্ত্রিক  দেশ যে মোদের -
                  ভুলে যাই কথা খানি  !



               ***********


সকাল -৯:৪৪ মিনিট ,
০৯ /০৩ /২০১৮ শুক্রবার !
                      ডেবরা !