বৈচিত্রময়ী বসুন্ধরা
          সেজেছ  কিবা অপ্সরা ,
মুণিগনের মনোহরা ,
            শ্যামলী বরনী ধরা  ।
সোনালী সবুজ  বনে
           ঢেউ খেলে পাকা ধানে ,
কিবা শোভা ভরা উজানে
            কবিতা কবির মনে ।
ফুলে ফলে জলে স্থলে
             খলিছ কি অবলিলে ,
মহীধর শিখর সলিলে
              মল বাজিয়ে চলে ।
পাহাড়ের গা বেয়ে
              রূপালী ঝর্ণা হয়ে ,
নামিছ তরঙ্গ বাজিয়ে
             গরবিনী চলো  বয়ে ।
সবুজ ওড়না শাড়ী
           ঝানি  রঙ ঘাঘরী
পানিয়া ভরনে গাগরী
           চলেছো নববধূ সুন্দরী ।


এলিয়ে মেঘে এলোকেশ
             ধরেছো নবীনা বেশ ,
তোমার রূপের নাইকো শেষ
               বয়ে যাও ভিনদেশ ।
না বাঁধিয়ে এলো চুল
             খোঁপায় গুঁজেছো ফুল ,
টগর অতসী বকুল
           কর্ণে দুলাও শিমুল ।
বৈচিত্র মহিমা তোমার
            দেবগন মানে হার ,
ক্ষণে ক্ষণে কী বাহার
              ধর তুমি বার বার ।


         ×××××××××××××××××
রাত্রি - ৮ : ৫২ মিনিট ।
০৮ /০১ /২৩  রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।