মাতাল মহুয়া হাওয়া
          করে শুধু আসা যাওয়া ,
প্রকৃতির কি  যে মায়া
           হৃদয়ের চাওয়া পাওয়া ।
কাঞ্চন মাধবী মালতীলতা
           গলে দোলে অপরাজিতা ,
তুমি কন্যা কার দুহিতা
           সেজেছ গো মনোহরিতা ।
নদী বয় সিঁথি 'পরে
             রাঙাপথ বিরাজ করে ,
শুকনো পাতার পায়ে
            বেড়াও বনবিথী ঘুরে ।
কে তুমি এয়োতী রানী
          দুলাইয়া তরুলতার বেণী ,
চলিছ দিবস যামিনী
            একাকিনী কার কামিনী  ?
শালুক কলমী লতা
              জল রঙে রাঙানো তা' ,
একি অপরূপা সাজে
               সাজিলে অবনী দুহিতা ।


বিচিত্র বৈচিত্রময়ী মায়া
            সবুজে জড়ানো কায়া ,
জননী ভগিনী জায়া
                   বাড়াইলে মৃন্ময়ী মায়া ।
কখনো কন্যা তুমি কখনো শ্রেয়সী
             কখনো বধূরূপে সাজো প্রেয়সী ,
ভূবন ভোলানো হাসো হাসি
              ভুলে যাই যত দুঃখরাশি ।
বৈচিত্ররূপে যেগো নেহারী তোমারে
                     কি মোহিনী মায়া ডোরে ,
তুমি বাঁধিলে আমারে
                 জীবন্তে মায়াডোর খুলিতে নারে ।


         ×××××××××××××××××××××××
রাত্রি - ৮ : ৫২  মিনিট ।
০৮ /০১ / ২৩ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।