বৃন্দাবনের ব্রজবালা
          বনে গাঁথে ফুলমালা ,
গলে দোলে বনমালা  
         পূজে তারে গোপবালা ।


তার নয়ন বাঁকা ভঙ্গী বাঁকা
              বামে হেলে শিখি পাখা ,
গোচারনে রাখাল সখা
             বাঁশী বাজায় কৃষ্ণ বাঁকা  ।


বৃন্দাবনে বনোয়ারী
            বৃন্দাবনে বাজায় বাঁশরী ,
শুনে কালার মুরলী
            পানিয়া ভরনে চলে নাগরী ।


বিজনে বসে বাঁকা শশী
              তমাল শাখে বাজায় বাঁশী  ,
নয়ন জলে বুক ভাসায় রাধা শশী  ,
                   জলকে চলে ব্রজবাসী  ।


বসন  রেখে যমুনা তীরে
           গোপিনীরা নামে যমুনা নীরে ,
তখন বসন চুরি করে
            কৃষ্ণ কানাই ডাকে বাঁশীর সুরে ।


বৃন্দাবনের লীলা খেলা
            কে বুঝিবে  তার লীলা ,
করজোড়ে কহে অবলা
            লজ্জা ঘুচাও ওহে কালা ।


    *****************
রাত্রি - ৭ : ৫২  মিনিট !
১৯ / ০৬ / ২৩ সোমবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !