ওঠ বীর ,জাগো জাগো ,হান ,হান ,হান সন্ত্রাসবাদ ,
বীরেরদর্পে এগিয়ে এসো ,কর দস্যুদের পদাঘাত ।
দস্যু যাহারা ,হিংস্র যাহারা ,কাপুরুষ ,বেইমান ,
নেইকো সাহস ,নেইকো শক্তি ,পিছে মারে নজোয়ান ।
মাগো!বুকের রুধিরে রাঙাইয়া দিল তোর ঐ চরন যুগল ,
ফিরে না আসিবে কোন দিনও তারা , দেশ  মায়ের কোল  ।
মুছিয়া যাইল সিঁথির সিঁদুর কত সতী রমনীর ,
হারাইয়া  গেল বুকের নিধি কত মা জননীর ।
পিতা হারিয়ে অনাথ হইল ,অবোধ শিশুরা কত,
দেশজননী হারাইলি যে গো তোর দামাল ছেলে যত ।
কত পিতার বক্ষ শূন্য হইয়া ,করিতেছে হাহাকার ,
তবুও কি সবে রবে ঘুমাইয়া ,হইয়া নির্বিকার ?
ওঠ ! জাগো ,সবে ভারত মাতার যত বীর সন্তান ,
সন্ত্রাসবাদী দাও লোপাটিয়ে , হ'য়ে এসো আগুয়ান ।
জোয়ান ভায়েরা ঢালিল রুধির ,প্রাণ দিল বলিদান ,
তবুও কি সবে ঘুমাইয়া র'বে ,দুলিবেনা তব প্রাণ ?
নাশ  সবেমিলি সন্ত্রাসবাদী ,কর তাদের নির্মূল ,
আসিবে তবেই শান্তি দেশের  ,ভাঙ্গিবে তবেই ভুল ।
জাগো মা'র বীর সন্তান ,হান সন্ত্রাসবাদে ,
বীরের দর্পে শীরে হান সেই দস্যুদের পদাঘাতে ।
ভুলোনাকো বীর জোয়ানের আত্মার বলিদান ,
একসাথে সবে গর্জে উঠুক একশত পঁচিশকোটি প্রাণ ।
ভুলোনাকো ,তোমরা সবে একই মায়ের সন্তান ,
একই মায়ের অন্নে পালিত ,একই মোদের প্রাণ
বিয়াল্লিশটি ভাই যে  বৃন্তচ্যুত ধরণী ধূলার 'পরে ,
আকাশ ভাঙ্গিয়া খসিয়া পড়িল বিয়াল্লিশ নক্ষত্র যেরে ।
প্রতিশোধের আগুন জ্বালাও বক্ষ মাঝে তোমার ,
ভাতৃহন্তার লেলিহান শিখা জ্বলুক বক্ষে সবার ।


            
      🚀🚀🚀🚀🚀🚀🚀🚀


বেলা - ৩:৩৩ মিনিট ,
১৯/০২/২০১৯ মঙ্গলবার ,
কেরাণীটোলা = মেদিনীপুর  ।