জৈষ্ঠের তীব্র জ্বালা জুড়াও ,শীতল কর এইধরা ,
এসো মহাকাল , মহাভৈরব সম ঝঞ্ঝা -
ছড়িয়ে দাও তোমার  , শীতল সমীরণ  ¡


ভরে দাও অনাবিল  আনন্দে সবার মন ,
মুছে দাও তীব্র তাপ উত্তাপ ¡
পাগল পারা উত্তাপ জুড়িয়ে দাও সন্তাপ ,
শরীর জ্বলে ,তীব্র অসহ্য গ্রীষ্মের প্রখর তেজে ¡


গায়ের চামড়া ঝলসে,ভরে যায় ঘামফোঁড়া ,ফুসকুড়িতে ,
অসহনীয় দিন,রাত্রি ¡  শিশুরা না খায়  খাবার ,
না পান করে দুগ্ধ ,কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে ¡
বলতে পারেনা তাদের কষ্টের কথা ,অনুভবে বুঝে নিতে হয় ¡


জলপানে মেটেনা পিয়াসা ,জল ,জল ,শুধু জল -
চাতকের ন্যায় আকাশ পানে তাকায় আর আব্বাস উদ্দীনের
গানের ভাষায় বলে  -"আল্লা মেঘ দে ,পানি দে ,ছায়া দেরে তুই ,
আসমান হইল টোডা টোডা ,জমিন হইল ফাডা ,
মেঘ রাজা ঘুমাইয়া গেল ,পানি দেবে কেডা  ?"
  


জৈষ্ঠর তাপে হেথা হোথা ,গাছের ছায়ায় ঠাঁই নেয় ,
দেহ শীতল করার আশায় ¡ ঘর্মাক্ত দেহে রোচেনা  খাবার ¡
জৈষ্ঠের তীব্র জ্বালা শীতল কর ,বর্ষিত  হোক্ তোমাল শীতল  বারি ধারা  ।



                       ************
বিকেল |_৪:৪৫ মিনিট
২৯ /০৫ /২০১৮ মঙগলবার.
          ডেবরা