বৃষ্টি তুমি এসো ওগো ঝরঝরিয়ে ,
শ্রান্ত মনের ক্লান্তি তুমি দাও ঘুচিয়ে  ।
বৃষ্টি তুমি এসো ওগো ঝরঝরিয়ে ,
তনু ,মন ,প্রাণ ,সবার দাও ভরিয়ে ।
বৃষ্টি তুমি বৃষ্টি তুমি ঝরঝরিয়ে দাও মাতিয়ে ,
শ্রান্তি নাশ ক্লান্তি নাশ ঝমঝমিয়ে  ।
খাল বিল,মাঠ তুমি দাও ভরিয়ে ,
নদী নালা যাক ভেসে যাক ,দাও ভাসিয়ে ।
পাখীর মনে আনন্দে আজ যায় ভরে যায় ,
মাঠে , সবুজ গাছের 'পরে আনন্দে আজ পাখী গান গায় ।
ঘ্যাঙর ঘ্যাঙ ভেকের দল ডাকছে  সব জলাশয়ে ,
চাষীরা সব যাচ্ছে মাঠে তালপাতার ঘঙ্ মাথায় দিয়ে  ।
চাষীরা সব যাচ্ছে মাঠে চাষের কাজে   লাঙল কাঁধে ,
করবে লাঙল ,রুইবে ধান ,উচ্ছাসে আর আনন্দেতে ।
বৃষ্টি তুমি এসো নিয়ে হিমেল  বাতাস ,
হাঁপধরা এই গরম যাবে ,এই আশ্বাস  ।
কালো মেঘের সাথে তুমি  যাও যে ভেসে ,
মেঘ পরীরা খেলে আকাশে মনেরি উল্লাসে ।
মেঘের কলস ভরি যখন তুমি আনো বারি ,
তাইতো তুমি যখন তখন পড়ছো ধরায় ঝরি ঝরি ।


         ☁☁☁☁☁☁☁☁


দুপুর -১:২৪ মিনিট ,
০২ /০৭ /২০১৯ বৃহস্পতিবার ,
কেরাণীটোলা = মেদিনীপুর ।