আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেব মেপ ।
বৃষ্টি আয় ঝেঁপে
দেব ধান মেপে ।
                      অতীষ্ঠ গরমে জীবন
                       গরমে হয়েছে নরম ।
                       ঝাঁ ঝাঁ রোদ, ধূ ধূ মাঠ  
                       শুন শান পথ ঘাট ।


উড়ছে বালি ,উড়ছে ধূলো ,
চলছে কেহ ক্লান্ত দেহ ।
কুকুরগুলো শুঁকছে ধূলো ,
শুকনো মাটি ,ধুঁকছে ভুলো  ।
                                  গ্রামের পথে নেইকো কেহ ,
                                   ঘেমে নেয়ে উঠছে দেহ ।
                                   নদীর ঘাটে নাইছে কেউ
                                   সাঁতার কাটে তুলছে ঢেউ ।
তপ্ত বালু ফোসকা পায় ,
হাটুরে সবে পার হয়ে যায় ।
গোচারনে গাছের ছায়ায় ,
ধেনু ,রাখাল ,বিরাম লভয় ।


                                      জল পিপাসায় গলা যে শুকায় ,
                                       পিপাসার জল নেইকো কোথাও ।
                                       পুকুর, নদী ,নালা ,সবই শুকায় ,
                                       চাষের ক্ষেতে মাটি ফাটে হায় ।


গোচারনে ঘাসরৌদ্রে শুকায়
চাষী ,গৃহবাসী মরে হতাশায় ।
বৃষ্টি না হ'লে বাঁচা বিষম দায় ,
আকাশের পানে মেঘ নাহি হায় ।


                             *************
বেলা -১০:৭ মিনিট ,
২৪/০৫/২০১৯ শুক্রবার ।
কোলকাতা ।