ব্যাধি যদি বাসা বাঁধে দেহ অভ্যন্তরে ,
ধীরে ধীরে ক্ষীন দেহ খায় কুরে কুরে ।
সবল সুস্থ দেহ দিনে দিনে দুর্বল হয় ,
দুঃসহ বিষম ব্যাধি চিকিৎসায় হয়না
                                পরাজয় ।


দিনে দিনে শরীর দুর্বল অবসন্ন হয় প্রায় ,
নড়িবার নাই শক্তি ক্রমান্নয়ে অচল হয় ।
দেহমধ্যে কালব্যাধি শরীর ক্ষীন হয় প্রায় ,
আহারে নাই রুচি হাত পা অসাড় প্রায় হয় ।


চলেনা চরণ দৃষ্টি ক্ষীন ঝাপসা সব আপনজন ,
বার্দ্ধক্য ব্যাধি পশিল দেহে এর নাই নিবারণ ।
বার্দ্ধক্য বিষম ব্যাধি ঠেকানো দায় হয়না নিরাময় ,
শত চেষ্টায় নাহয় নিরাময় বার্দ্ধক্য ব্যাধি সর্বশরীর ছায় ।


দেহ শয্যাগত হয় খাদ্যা খাদ্য বিস্বাসময়  ,
শ্বাস প্রশ্বাসে অস্বাভাবিক নড়াচড়া সাধ্য নয় ।
দুঃসহময় শয্যাপাশে মৃত্যুর পরোয়ানা রয় ,
মৃত্যু শমন দূত এসে দমন কর্তা তাড়া দেয় ।


মৃত্যু দূত দুয়ারে দাঁড়ায়ে কড়া নাড়ে বারে বারে ,
ত্বরা এসো সময় হলো অপেক্ষার সময় নাই ওরে ।


         ******************
রাত্রি - ৮ : ৪০ মিনিট ।
২১ / ০১ / ২৪  রবিবার ।
কোলকাতা ।