করোনা ,ড্যাল্টাপ্লাস,ওমিক্রণ ব্যারাম ,
আর কবে হবে বল এই ব্যারামের আরাম ।
নাজেহাল জনগন দীর্ঘশ্বাস ফেলে ক্ষন ,
সুরাহা না মিলে এখন পলে পলে চিন্তা মগন ।


কি দিন ক্ষন কাল সময় এলো ভাই ,
দুঃশ্চিন্তা দুঃর্ভাবনা,মনে কারো শান্তি নাই ।
একই হাল সারা দেশের মিলে তাই  ,
ভয় ভাবনায় ভেবে সবাই আকুল সদাই ।


কিকরে হবে এই রোগ ভাইরাস নিরাময় ,
দেশ দুনিয়া সদাই চিন্তিত সব সময় ।
বৈজ্ঞানিক সবে গবেষনায় রত সদারয় ,
ভ্যাকসিন ঔষধ ইনজ্যাকশানে কিভাবে প্রতিরোধ হয়


সরকারের সাবধান বানী ক্ষনে ক্ষনে হয় শুনানী ,
মাক্স পর ,দূরত্  মানো ,প্রশাসন করে সাবধানি ।
ওমিক্রম ছাইল দেশে দেশে চিন্তার নাইকো শেষ ,
কি করে হবে নিরাময় কি করে হবে পরিশেষ ।


সবাই এখন চিন্তা মগন  আবার এলো ওমিক্রণ ,
শাসক দল ভাবছে এখন কি করে হয় রোগ নিরাময় ।
শাসক প্রশাসকই ভুগছে শেষে কিবা হবে অবশেষে ,
জনসাধারন বাঁচবে কিসে সংক্রমণ বাড়ছে দেশে ।


রোগের নেই পরিশেষ ভেবে কিছুই পায়না দেশ ,
কি আছে এর অবশেষ চিন্তাঘন এই পরিবেশ ।


     *********************
বেলা - ১১ :২০ মিনিট !
০৫ /০১ / ২২ বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !