আনন্দ ছিলো সাধ ছিলো ছিলো সুখ শান্তি ,
স্নেহ প্রেম ভালোবাসার ছিলোনাকো খামতি ।
সমব্যথি আন্তরিকতা ছিলো পরস্পরের প্রতি ,
আত্মসুখ স্বার্থপরতা অর্থলোভে না ছিলো মতি ।


ক্রমে ক্রমে দিন মাস বছর হয় অতিক্রম ,
একোন স্বার্থপরতা লালসার  হলো আক্রমণ ।
হীনবুদ্ধি হাতটান বদ স্বভাবের হয় পরাক্রম ,
ধীরে ধীরে যতরকম বদ অভ্যাস চালায় বিক্রম ।


আজবুঝি সবার সুখ শান্তির সংসার হয় ছারখার ,
স্নেহ মমতা প্রেম ভালোবাসার নেই কোন আধার ।
যে যার সে তার মত ভালোবুঝে পাতে তার ঘর ,
থাকবো নিজের সুখে  কারুর জন্যে ভাববোনা আর ।


এই দেখি ঘোর কলির বিচার কালে কালে কি হয় ,
স্নেহ মমতা শ্রদ্ধা ভালোবাসার হয় বুঝি অবক্ষয় ।
মাতা পিতার নাই মান ভাই বোনের নাই পরিচয় ,
যুগের হের ফের দেখি কালের বিক্রম রক্তের টান নয় ।


যে যার মতো সে তার মতো থাকতে চায় সংসার পেতে ,
কেউ কারুর খোঁজ রাখেনা চায়না সম্পর্ক কারোর সাথে ।


যেমন করেই হোক তারা থাকতে চায়না সম্পর্কের পথে ,
এটাই যুগের ধর্ম একত্র সংসার ভিন্ন ভিন্ন হোক কোনমতে ।


             ***********************
দুপুর - ১২ : ৫৮ মিনিট ।
৩১ / ১০ / ২৩ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।