জন্ম মৃত্যু চাকার মতো ঘুরে সদা অবিরত ,
সুখ ও দুঃখ একের পর এক আসে সবর্বত্র ।
জন্ম যখনই হয় মৃত্যু ও তার হয় অন্তরঙ্গ ,
সুখের পাশে দুঃখ যেমন ভাবে ভাবতরঙ্গ ।
আঁধারের পর আলো আসে আলোর পরই কালো ,
ভালোর পরই মন্দ আসে মন্দের পরই ভালো।
অর্থই অনর্থের মূল জগৎ সংসার দেখে কালো ,
স্বার্থ ছাড়া হাঁটে না কেউ জগৎ তার কাছে তুচ্ছ হলো ।
জন্ম মৃত্যু পাশেপাশ হাঁটে তারা অহর্নিশ ,
বারোমাস ছয় ঋতু বছর যুগ হয় যেমন অতীত ।
দিন যায় মাস রাত আসে মাস বছর যুগ একই ভাবে,
জন্ম হলেই মৃত্যু হবে আদি অনন্ত যুগ কাল এই ভবে ।
অর্থ কড়ি টাকা পয়সা থাকে যখন স্বার্থ ভোগে মগন ,
টাকা পয়সা ফুরিয়ে গেলে তখন চিনে আপনজন ।
মৃত্যু তো চির শ্বাশত তাই নিয়ে কেন শুধু চিন্ত ,
নশ্বর মনুষ্য জীবন জড়িয়ে জনম মৃত্যু ওতপ্রোত ।
জনম হলেও মরণ আসে মরণ থাকে জীবনের পাশে ,
যেমন সুখের পাশেই দুঃখ হাসে দুঃখ আসে সুখের কাছে ।
সুখ দুঃখ ভাই ভাই তাই একজন এলে অপরজন আসে তাই ,
তেমনি জীবন মৃত্যু চাকার মতো অবিরত ঘোরে সদাই ।
*%*%*%*%*%*%*%*%*%*
রাত্রি -- ১০ : ৪০ মিনিট ।
০৭/০৭/২৫ সোমবার ।
কোলকাতা ।