বুকের মাঝে চাপা কান্না দেখেনাতো কেহ ,
বুকের মাঝে নীরব কান্না করছে কোহমোহ ।
গোপনে যখন কাঁদি একা বসে ঘরের মাঝে ,
সেই কান্না কেউ দেখেনা ভাবে ভালই আছে ।


কান্নাই আমার সুখের আকর কান্নাই আমার ঘর ,
কান্নার মাঝে সুখ যে আসে ধুইয়ে সেই অন্তর ।
চাপা কান্না কেউ দেখেনা চোখের কোনে জল আসেনা ,
কেউই তো তার মানে বোঝেনা তোলপাড় কেউ করেনা ।


সুখে দুঃখে সবার সাথে চলি সদাই হাসি মুখে  ,
সবাই ভাবে আমি বোধহয় আছি সদা বড় সুখে ।
চাপা কান্নার কীযে কারণ কত যে দুঃখে আসে ,
কেউ দেখেনা কেউ শোনেনা কান্না বুকের মাঝে ।


মনের মাঝে নীরব কান্না অসহায় নিঃশব্দে ভাসে ,
কেউকী আসল কারণ খুঁজে পেলো কান্না কেন আসে ?
আনন্দেতেও কান্না আসে দুঃখে সুখেও থাকে পাশে ,
সুখে দুঃখে কোন কারণে যে চাপা কান্না বুকে আসে ।


কষ্টের সেই কান্না খানা বুকের মধ্যে চাপাই থাকে ,
বাইরে যতই খুশী দেখায় বুকের মধ্যে কষ্ট ধুঁকে ।
দুঃখে যখন বুকটা ফেটে হয় যদি খান খান বুকে ,
কেউ কী দেখে দুঃখটাকে কেউ দেয় সম্মান তাকে ।
     ***********
দুপুর - ১২:৪৯ মিনিট !
০৮/০৪/২৪ সোমবার  !
কোলকাতা !