আয়রে মোরা সবাই মিলে চড়ুইভাতি করি চল ,
হৈ-হুল্লোড় ,আমোদ -প্রমোদ ,কোলাহল !
কেউ আনে মাছ-মাংস ,কেউ বা আনে শাক ,
কেউ কাটে আদা-পিঁয়াজ ,কেউ কাটে আনাজ !
কেউ ধুয়ে শাক-সব্জি ,কেউ জ্বালে ঊনুন ,
কেউ পিশে মশলা-পাতি ,কেউ কাটে বেগুন !
কেউ রাঁধে কোপ্তা -কাবাব ,কেউ বা চাটনী ,
কেউ রাঁধে মাংস-পোলাও ,কেউ ভাজে বেগুনী !
তেল দিয়ে কেউ ভাজছে পাঁপড় ,কেউ বা রাঁধে ভাত ,
কেউ রাঁধছে ফ্রায়েড রাইস ,কেউ আনে পাত !
কেউ খেলছে ভলিবল ,কেউ খেলে ব্যাটমিনটন ,
কেউ খেলে ফুটবল ,কেউ হয় ক্যাপটেন ,
আনন্দেতে মাতব সবাই মান ,অভিমান ভুলে ,
রাগ ,হিংসা ভুলে মোরা ,যাইরে সবাই মিলে !
চড়ুই ভাতির মজারে রে ভাই কভু কি ভোলা যায় ?
আয়রে মোরা মজা করি ,চড়ুই ভাতি যাই !


                 ********
                     ****
                        *
বেলা -১০:০০টা ,কলকাতা !
২৬ /১২ /২০১৭ ,মঙ্গলবার !