এসো শঙ্খ চক্র গদা পদ্মধারী ,
এসো অবতার রূপে হরি অবতারি ।
সত্যযুগে চাররূপ ধরে তুমি এলে নারায়ণ ,
পাপী তাপী উদ্ধারিতে পতিত পাবন ।
আধা অঙ্গ মৎস্য আর আধা নারায়ণ ,
মৎস্য অবতার তুমি করিলে ধারন ।
কুর্ম অবতার হইয়ে পৃষ্ঠে ধারন কর মন্দ্রাচল
                                        মহীধর ,
সমুদ্র মন্থনকালে উত্তোলন হইল মেদিনীধর ।
ব্রহ্মান্ড উদ্ধার হেতু হইলে বরাহ অবতার ,
মস্তক বরাহ রূপ দেহ ধর মানবাকার ।
ভক্ত প্রহ্লাদে রক্ষিতে করলে নরসিংহরূপ ধারন ,
হরি বিদ্যেশী হিরণ্যকশিপুকর করে হৃদয় বিদারন ।
সত্যযুগে মেদিনী রক্ষার হেতু চার মুর্তি ধরিলে
                                           শ্রীমধূসুদন ,
ন্যায় ধর্ম রক্ষা হেতু তুমি আবির্ভাব হয়েছো
                                         গোপনন্দন ।
  ×××××××××××××××××××××××××××
সকাল - ৯ : ৩০ মিনিট ।
২৫ /০২ /২৩  শনিবার ।
কোলকাতা ।