ত্রেতাযুগে হইলে তুমি রাম অবতার ,
রাবন বধ করিয়া করলে সীতৃ উদ্ধার ।
দশরথ তনয় তুমি রঘুবংশ জাত রাম ,
সীতার সয়ম্বর সভায় রাম হরধনু ভাঙেন  ।
পরশুরাম হয়ে উদয় যমোদগ্নীঋষির নন্দন ,
পিতার  আদেশে করেন মাতৃ শির ছেদন ।
শিবের তপস্যা করিয়া পরশু অস্ত্র তিনি পান ,
অন্যায়এর বিনাশ ও ধর্ম প্রতিষ্ঠা হেতু মাতৃ হত্যা  করেন ?
দ্বাপরেতে হলেন প্রভূ কৃষ্ণ অবতার রূপে অবতীর্ন ,
শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রভু শ্রী মদনমোহন !
কলিযুগে হইলে প্রভু কল্কি অবতার রূপে আবির্ভাব ,
ধর্ম সংস্থাপনায় যুদ্ধ ধ্বংস পাপ তাপ নাশিতে হলেন উদ্ভব ।


এইরূপে যুগে যুগে চারযুগে করেন কত নামধারন ,
পাপ তাপ অনুতাপ দুষ্টের দমন হেতু আসেন পতিতপাবন ।


        ×××××××××××××××××××××××××
বিকাল- ৩:৫০ মিনিট ।
০৪ / ০৩ / ২৩  শনিবার ।
কোলকাতা ।