অসময় এলে পরে মানুষ চেনা যায় ,
সুখের সময় আপন বটে দুঃখের সময় নয় ।
দুঃখর দিনে চিনে না করে না চেনার অভিনয় ,
সুসময়ে না চিনলেও উপযাচ হয়ে  করে পরিচয় ।


জগতে কেউ কারুর নয় জগৎ স্বার্থময় ,
স্বার্থ বিনে কেউ কখনো না আপন হয় ।
যত দিন থাকে স্বার্থ সবাই আপনময় ,
স্বার্থ ফুরিয়ে গেলে কেউ তখন আপন নয় ।


চেনা অচেনার ভিড়ে সবাই আজ পরিশ্রান্ত ,
স্বার্থনিয়ে ব্যাস্ত দিনরাত্রি সবাই অতি ক্লান্ত ।
জানা চেনার মধ্যে হাঁটে সবাই হয়ে অতি বিভ্রান্ত ,
এইভাবেই চলছে  জগৎময় হয় নাকো ক্লান্ত ।


অচেনা চেনার ভীড়ে আজ চেনার পরিচয় ,
অজানারা চেনা হয় চেনারা অজানা হয় ।
আপনজন পর হয়ে যায় পরযে আপন হয় ,
নিজের বাড়ি ছেড়ে পরের বাড়ি চলে যায় ।


নিজের মা বাবা পর হয়ে যায় পরই আপন হয় ,
নিজের বাড়ি ফেলে রেখে পরের ঘরে চলে যায় ।
ভাই বোনেরা দূর সম্পর্কই অতি নিকট সবার হয় ,
যুগে যুগে এই বিধির বিধার মনের বিনিময়   ।