সেই ছেলেবেলা কোথা খুঁজে পাই ,
     কাথায় হারিয়ে গেছে আর খোঁজ নাই ।
জনমের মতো চলে গেছে শৈশব ,
           কখনো আর ফিরে আসবে নাই ।


কোথায় হারিয়ে গেলো সেই শৈশব ,
           ধুলোয় খেলা সঙ্গী সাথী আর কলরব ।
সেই সারল্য জীবন আর অনুভব ,
            নদীজলে ঢেউ তুলে আনন্দ উৎসব ।


সঙ্গী সাথীর সাথে বিকেলেতে হা ডু ডু খেলা ,
                  ধুলো গায়ে ঘরে ফেরা সন্ধ্যার বেলা ।
চোখ বেঁধে বিকেলেতে কানামাছি খেলা ,
                    সন্ধ্যা গড়িয়ে গেলে মার বকুনি মেলা ।


সঙ্গী সাথীরা আর এসে ডাকেনা আমারে ,
                    চলনা গল্প করি সবুজ মাঠে ঐ দূরে ।
রঙবেরঙের পাখীর মেলা ঐনা দীঘির পাড়ে ,
                    দীঘির জলে হংস মিথুন দেখি চুপটি করে ।


মনে পড় চলে যাওয়া সেই শৈশবের স্মৃতি ,
           পুকুরের পাড়ে বসে রবীন্দ্র কবিতা আবৃত্তি ।
ফিরে আর আসবেনাকো ছেলেবেলার দিন ,
           মনে ভেসে ভেসে আসে চিরচেনা শৈশব প্রবীন ।


          *********!*********
বিকাল - ৩ : ৫৭ মিনীট ।
০৬ /০১ /২৪ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।