যখন আমি জন্মেছিলাম এই ধরনী তলে ,
মাতৃ গর্ভ হ'তে বে'র হয়ে কেঁদেছিলাম মা-মা বলে ।
ধূলিঝেড়ে সোহাগে মা আমারে তুলে নিলেন কোলে ,
ক্ষুধায় অস্থির হয়ে কেঁদেছিলাম যখন  ক্ষুধা পেলে ।


মায়ের মতো কেউ কি আছে এই দুনিয়ায় ,
কত কষ্ট করে জঠরে মা ধরিলেন আমায় ।
দশমাস দশদিন সহ্য করে  জঠর যন্ত্রনায় ,
কত যন্ত্রনা সয়ে  মা আমায় আনিলেন ধরায়।


যখন ক্ষিদায় অস্থির  কেঁদেছিনু হয়ে অসহায় ,
শতকাজ ফেলে এসে মা কোলে তুলেন  আমায় ।
মাতৃস্তন্য সুধা করে পান মিটেছিলো তিয়াস ক্ষুধা ,
মাতৃস্তন্য দুগ্ধ অমৃত সমান আর নাই  সুধা ।


মা যে আমার মমতাময়ী  স্নেহের আধার ,
মায়ের মতো কেউ কি হবে এই পৃথিবীতে আর ?
ক্ষিদা পেলে যখন না ছিলো মোর নড়িবার বল ,
বিছানায় অসহায় সম্বলহীন শুধু কেঁদেছি কেবল ।


শিশুকালে মা আমার শুধু কেবল ছিলেন সম্বল ,
মায়ের ঋণ এই জগতে কে পারে শোধিতে বল ।
  
       ********************
  বিকাল - ৪:৪২মিনিট।
২৯ / ০৩ / ২৪শুক্রবার।
এপোলো হসপিটাল -কোলকাতা ।