চেতনা চৈতন্য আনে এটাই নিয়ম ,
অচেতন হয় তাদের সেটাই ব্যাতিক্রম ।
বুঝেও বুঝেনা যারা ঘুমে অচেতন তারা ,
না বুঝার ভ্যান করে শয়তানের ডিপো যারা ।


চেতনা কর্তব্য আনে ভাল মন্দ চেনে ,
জীবন সংগ্রামময় এই নিত্য ভুবনে ।
চেতনা চৈতন্যময়  শ্রীরামকৃষ্ণ কয় ,
সৎপথে  চলা সত্যকথা বলা ধর্ম হয় ।


চেতনা থাকিলে হয় বিবেকের দংশন  ,
বিবেকের সাথে হয় জ্ঞানের মহামিলন ।
সাপে নেউলে একত্রে বসবাস করে যখন ,
তখন বাস করতে হয় অতি সন্তর্পন ।


স্রষ্টার সৃষ্টিকালে থাকে যারা অন্তরালে ,
সবাই বলে দৈববলে সৃষ্টি হয় যোগবলে ।
যিনি জন্মের আধার ধর্মের স্রষ্টা নাম তার ,
বেদ গীতা  বাইবেল কোরাণ সবই তার প্রচার ।


চেতনায় চৈতন্য যিনি তিনিই তো জগৎ জননী ,
বক্ষের খাদ্য দিয়ে সন্তান বাঁচান সেইতো তিনি ।
যাহা সত্য তাহাই ধর্ম কর্ম ছাড়া হয়না ধর্ম ,
ধর্মকর্ম কালাকাল নাই যার বিচার সেটাই অধর্ম ।


সত্য ন্যায় চেতনা যার সেইতো ধর্মের আধার ,
রক্ষক যদি ভক্ষক হয়  সেটাই  তো অনাচার ।


           ×××××××××××××××××××××
চেতনা > <অনুভূতিশীল ,
চৈতন্য > < জ্ঞান !
       ------
সন্ধ্যা- ৫ : ৫০ মিনিট ।            
২৮ / ০৪ / ২৩  শুক্রবার !
কোলকাতা ।