চলরে যাই চড়ক মেলাতে ,
আজ চৈত্রের সংক্রান্তিতে ¡
মেলায় যাব ,দেখব সেথা ,
আনন্দেতে চড়ক গাছে ঘুরছে হোথা ¡
ভক্তগন ,কেউ স্নান করে ঘাটে ,
কেউ প্রণাম সেবা খাটে ¡
ঘাট হতে বাবার মন্দিরে ,
প্রণাম সেবা খাটে ধীরে ¡
চড়ক গাছে ঘোরে ভক্তাগন ,
"বাবার চরণে সেবা লাগে "বলে সর্বজন ¡
রঞ্জা ফোঁড়ে ,আগুন খেলে ,
উপসী থেকে বাবার মাথায় জল ঢালে ¡
বাবার মাথায় জল ঢালে ,
"ভোলেবাবা পার কর "বলে ¡
চড়ক গাছে উঠে খেলে ,
আনন্দে হাত -পা ,ছুঁড়ে চলে ¡
বেলপাতা আর গঙ্গাজল ,
কাঁচা দুগ্ধ  ,ধূতরা ফল  ¡
ধূতরা ফুল আর আকন্দম্ ,
ধূপ ,ধূনা আর গাঁজায় দম ¡
আনন্দে সব হাত তুলে ,
নাচে বোম -বোম-বোম বলে ¡
মেলা শেষ হলে পরে ,
সবাই যায় বাড়ী ফেরে ¡


*******************
সকাল -৭:৫০ মিনিট ,
১৪ /০৪ / ২০১৮ শনিবার , বাংলা -৩০ শে চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ ¡
           ডেবরা