বৃষভানু  সুতা রাধা রাজার নন্দিনী  ,
আয়ান ঘরনী রাধা কৃষ্ণ পাগলিনী  ।
জটিলা কুটিলা তার শ্বাশুড়ী ননদিনী ,
গঞ্জনা দেয় রাধারে কুল কলঙ্কিনী  ।
কৃষ্ণ কেশ হেরে কৃষ্ণ নয়নের তারা ,
কৃষ্ণ মেঘ হেরে রাধা যেন পাগল পারা  ।
কৃষ্ণ কোকিল হেরে রাধা বলে আয় আয় ,
কেমনে কৃষ্ণরে হেরি বলে দে আমায় ।
কৃষ্ণের বাঁশী শুনে রাধা হয় অচেতন ,
রন্ধন শালায় রাধার পুড়ে যায় রন্ধন ।
গৃহেতে বসেনা মন রাধার হলো যে উদাসী ,
তমাল তলে রাধা নামে সাধা কৃষ্ণ বাজায় বাঁশী ।
ছল করে জল আনতে রাধা যায় যমুনায় ,
যমুনার নীল জলে রাধা কৃষ্ণ দেখতে পায় ।
রাধা নামে সাধা বাঁশী আন কিছু না জানে ,
কৃষ্ণ পুজিবার তরে রাধা যায় নিধুবনে ।
শ্বাশুড়ী ননদী দেখে রাধা পুজে বনমালী  ,
আয়ান কয় কোথা কৃষ্ণ এতো দেখি কালী ।


      🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿🌷🌿


সকাল - 10 : 05 মিনিট ।
17 /09 /21 শুক্রবার  ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।