মধুর বসন্তের হয়েগেছে অবসান ,
গ্রীষ্মের বাতাস বয় দাবদাহ অফুরান ।
গ্রীষ্মের প্রারম্ভেই প্রাণ করে আয় ঢায় ,
ঘরে বাইরে গরম প্রাণ রাখা হলো দায় ।


বৈশাখে নেই কালবৈশেখী  
             মনে হয় হাহুতাশ সৃষ্টি ,
হলাহল মত অগ্নি বৃষ্টি
              অনলে পুড়িছে  কৃষ্টি ।


খাল বিল নদী নালা
           শুকিয়ে হয় ফালা ফালা ,
চৈত্রের সহস্র জ্বালা
             হয়েছে গলার মালা ।


ঝড় জল নেই শুধু খরা
            তপ্তন তাপিত তপ্ত বসুন্ধরা ।
'লু- বয় সারাক্ষন
              শরীর পুড়ে পুড়ে মন ,
হয় অসুস্থ জনগন
              যেন হারায়ে চেতন ।
     ×××××××××××××××××××××
দুপুর -১ : ১৬ মিনিট ।
১৭ / ০৪ /২৩ সোমবার  ।
কোলকাতা ।