যে জননীর গর্ভে জন্ম নিলি -
                    সেতো রমণী ,
যে রমণীরে করিস হেলা -
                 চেয়ে দেখ জননী ।
রমণীকে করিস অপমান -
           সে তোর জননী সমান ,
সেই সে জননীরে তুই -
              করিস অপমান ?
জায়া ,জননী,কন্যা,ভগিনী ,
         মাতৃরূপা সে শক্তি প্রদায়িনী ,
আদ্যাশক্তি ,মহামায়া ,
                অনন্ত রূপিনী ।
শ্রেষ্ঠা রমনী সেতো -
               জগৎ জননী ,
জননীরে করিস অপমান -
            তুই রে পশুর সমান ,
রমণীর গর্ভে জন্ম -
             নেই তোর জ্ঞান ।
রমণী নহেরে শুধু -
                অঙ্কশায়িনী ,
ত্রিলোক পালিতা যে রমণী -
                    শত্রুবিনাশিনী ।
ধর্ষন করিস যে রমণীরে -
              সে তোর মাতৃরূপিনী ,
জ্ঞানচক্ষু দিয়ে দেখ -
              হয় কন্যা নয় ভগিনী ।
আজি অসুর বিনাশিতে -
                 অসুর নাশিনী   ।
দ্বিভূজা রমণী শক্তি -
              আজি দশভূজা রমণী ।
কালের বিবর্তনে রমনী -
             রক্তবীজ বিনাশিনী ,
সন্তান পালিতা মাতা -
           উগ্রচন্ডা রূপিনী ।
দুষ্কৃতি দমন হেতু -
            কালভৈরবী জননী ,
রমণী দুর্জয়কারিনী -
        দুর্লঙ্ঘ্যকারিনী ,বিশ্ববিজয়িনী ।
যে রমণী মাতৃসমা ,পূজারিনী -
            তার করিস সম্মানহানী  ,
তবে সে হবে সন্তান ঘাতিনী -
           মহিষাসুরমর্দিনী ,দশভূজা রমণী ।


      **********************


রাত্রি --৮:১০ মিনিট ,
০৫/০৩/২০১৯ মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।