দুষ্টু ছেলের মিষ্টি হাসি ভরিয়ে দেয় এ মন ,
চোখের চাওয়ার দুষ্টুমিতে ভরিয়ে দেয় ভূবন ।
কথার ছটায় মনকে ভুলায় আধো আধো বোল ,
হ্যাঁচকা মেরে খেলনা তোলে হাঁসির তোলে রোল ।
সব কিছুই জানা যে তার কিছুই নেই অজানা ,
ঘরময় চষে বেড়ায় কোন কিছুই নেই মানা ।
দুষ্টু মুখে মিষ্টি হাসি দুনিয়া মেনেছে  হার ,
পাখী কে 'পাকি','গাড়িকে 'গায়ি' বলার কি বাহার ।
ছোট্ট ছোট্ট হাত দুটি তার কি যে যাদু জানে ,
ছোট্ট পায়ে দৌড়ে বেড়ায়  এখানে ওখানে ।
আধো কথার কিযে ভাষা বুঝিনা তার মানে ,
ছোট্ট আঙ্গুল বাড়িয়ে দেখায় ঐ আকাশের পানে ।
সেযে আমার ঘরের মাণিক আমার জীবন ধন ,
তার জন্যে রইলো আমার সারাটা জীবন পন ।


      ******************
বিকাল - ৪ :৪২ মিনিট !
২৪ /০৮ /২১ মঙ্গলবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !