নাম রেখেছি হাস্যময়ী
         ফুলের মতো মেয়ে ,
কাজল পরা উজল চোখে
           আছে কেমন চেয়ে ।
মাথায় বাঁধা ফিতার বাহার
         দেখতে আহা কিবা চমৎকার ,
মিষ্টি মধুর চাউনি যে তার
          মনটি সে যে কাড়ে সবার ।
সাগর সেঁচে মুক্তো  আনা
           দাঁতগুলি তার মুক্তো দানা ,
দুষ্টু হেসে ধরে বাহানা
           চাই তার লাল পুতুল ছানা ।
খেলার ধরন দস্যিপনা
             কারুর কাছে হার মানেনা ,
একাই সেযে একশ আনা
            সবার কাছে একরতি সোনা ।
থাবুথুবু ছোট্ট পায়ে
             হাঁটে কেমন দস্যি মেয়ে ,
সবাই তখন দেখে চেয়ে
            আদর করে কোলে নিয়ে ।
সে যে ঘরের আদরমণি
          তাকে নিয়ে খুশি সবাই জানি ,
যখন ঘুমিয়ে পড়ে সোনামণি
              চুপ হয়ে যায় বাড়ীখানি ।
মুখখানি তার চাঁদের পানা
               মুখ হেরে তার মন ভরেনা ,
দেখতে যেন হাসনুহানা
                সবার মনে তার যে থানা ।


        *****************
বিকাল- ৪: ৫০ মিনিট ।
২৮ / ০৭ /২১ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।