তপোবনে ছিল এক  দুর্ধর্ষ ডাকাত , দস্যু রত্নাকর ,
দস্যুবৃত্তি ছিল  তার করে মারধর  ।


  বনমধ্যে রত্নাকর  ক্ষুন করতে আসে এক মুনি ,
মুনি কহেন তোমার পাপের ভাগী--
                          কে হবে আগে এস জানি ।


ক্ষুন করি ,ছিনতাই করি ,সংসারের লাগি ,
জিঙ্গাসে স্বজনে দস্যু কে হবে মোর পাপের ভাগি ।


পরিবার বলে সবে ,তুমি কর তোমার কর্তব্য পালন ,
          মোরা পাপের ভাগী  হইব কি কারণ  ?
কি করে সংসার পালিবে ,সেটা তোমার কর্ম ,
     সংসার লালন পালন গৃহস্বামীর  ধর্ম ।


শুনে  পরিবারের উক্তি রত্নাকর চিন্তিত অন্তরে ,
ছাড়িয়া অসৎ কর্ম যে নামে উদ্ধারে সবে ভব পারাবারে ।


রত্নাকর কহে আসি মুনি  সন্নিকটে ,
                     মোর পাপের ভাগ কেহ নাহি হবে ।
কি করিয়া পাপমুক্তি হইব তপোধন ,
                      সে পথের ঠিকানা মোরে দাওগো এখন ।


রাম নাম বীজমণ্ত্র  জপ কর ধ্যান --
            পাইবে অমূল্য ধন মুক্তির সন্ধান ।


সেই হইতে রত্নাকর বসিল 'রাম 'নাম ধ্যানে ,
জিহ্বা আড়ষ্ট অতি ,"রাম " নাম উচ্চারন গানে ।
যদ অবধি  লইতে যায়"রাম রাম " নাম ,
উচ্চারন না হয় ,ফিরে আসে মরা মরা নাম ।


যতদিন না উচ্চারন করিল "রাম " নাম বল্মিকী ,
ততদিনে ঢাকিল রত্নাকরের দেহ ,মস্ত উইঢিপি ।
তদ্যাবধি রত্নাকর উচ্চারনে চেষ্টিত রাম নাম ,
না ছাড়িল উচ্চারিতে ব্রহ্ম সেই "রাম " নাম ।
তপোবন বাসীগন  শুনে রামনাম কোথা হ'তে আসে ,
লক্ষ্যে পড়িল উই ঢিপি হ'তে "রাম "নাম আসে ভেসে  ।


অকস্মাৎ হেরিল সবে ধ্যানমগ্ন উইঢিপি দেহ ,
সরায় উই ঢিপি ,দেখে কঙ্কাল সার এক দেহ ।
চূল ,দাড়ি ,বিভূষিত দেহ কঙ্কাল সার ,
অনুমানে সবে জানিল এই দস্যু রত্নাকর ।
সেই হইতে নাম তাঁর মহর্ষি বাল্মিকী ,
বালুকায় আচ্ছাদিত শরীর ,তপোবন সাক্ষী ।


         ***************
সকাল-10:10 মিনিট ,
03 /12 /2018 সোমবার,
কেরাণীটোলা - মেদিনীপুর ।