যখন আমার জীবন ছিল কেউ ছিলনা পাশে ,
এখন আমার নিথর দেহ সবাই ঘিরে আছে বসে ।


কেউ কোনদিন আমার যারা খবর রাখেনি ,
আজকে তাদের চোখে জলের বাঁধ বাঁধেনি ।


জীবন্তে কেউ কখনো একটুকরো কাপড় দেয়নি ডেকে ,
আজকে আমার নিথর দেহ নূতন কাপড় দিয়ে ঢাকে ।


বুঝে গেছে সবাই এদেহ কোন কাজে আসবেনাতো ,
সবাই তবুও যেন আ কর্তব্য পালন করতে সদাই ব্যস্ত ।


ক্ষিদের সময় কেউ কোনদিন একমুঠোও দেয়নি খেতে ,
নিথর দেহে আজকে সবাই গাওয়া ঘি মাখায় সর্বাঙ্গেতে ।


বেঁচে থাকায় কেউ কোনদিন সাথে একপা 'ও না হাঁটলো ,
আজকে দেহ মালা ফুল আতরে সাজিয়ে কাঁধে তুলে নিলো ।


জীবদ্দশায়  কেউ দেখলে মুখ ফিরিয়ে চলে যেতো ,
মৃত্যুর পর বলচ্ছে সবাই আর কখনো দেখা হবেনাতো ।


যখন আমার জীবন ছিলো কেউ কোনদিন নাম মুখে নিতোনা ,
মৃতুর পর সবার মুখে মুখে আমার নামের কতই আলোচনা ।


তাইতো ভাবি মৃত্যু কত ভালোবাসা  সুখের স্বামীয়ানা ,
খারাপো ভাল হয়ে যায় ভালো হয় মৃত্যুর পরোয়ানা ।


      ××××××××××××××××××××××××××××
রাত্রি - ১০ : ২৪ মিনিট ।
১০ /০৪ /২৩ সোমবার ।
কোলকাতা ।