এক যে ছিল দয়ার সাগর
           বিদ্যাসাগর  বীর ,
আইন করে করলেন তিনি
           বিধবা বিয়ের  স্থির ।


এক যে ছিল দয়ার সাগর
            বিদ্যাসাগর বীর ,
সব দেখে ঘুরে এসে বললে
    লেখা পড়া শিখুক যত মেয়েছেলে ।


এক যে ছিল দয়ার সাগর
           বিদ্যাসাগর বীর ,
দেখতে ছিল ছোট খাটো
           জিদ ছিল অধিক -
সাহেবেরা তার ফেললে জুতো
         কোট তাদের ছুঁড়ে ফেলতো ঠিক ।


একযে ছিল দয়ার সাগর
           বিদ্যাসাগর বীর  ,
মাথাটি তার যোশুরে কই
        লিখলো শিশুশিক্ষার বই ।


এক যে ছিল দয়ার সাগর
             বিদ্যাসাগর বীর  ,
ওষুধ দিয়ে প্রাণ বাঁচাতো
             গরীব মানুষের  ।


এক যে ছিল দয়ার সাগর
            বিদ্যাসাগর বীর  ,
নামটি যে তার মিষ্টি ভারী
             ভাবেতে গম্ভীর  ।
মনটি যে তার ভারী ফাঁকা
        যখনই যে বিপদে পড়ে  ,
         করে সাহায্য   টাকা ।


এক যে  ছিল দয়ার সাগর
              বিদ্যাসাগর বীর ,
মায়ের ডাকে রাত দুপুরে
        পার হয়ে যায় ভরা দামোদর ।


দয়ার সাগর ,বিদ্যাসাগর ,
              বীরসিংহে ধাম   ,
সুখ্যাতি তার ভূবন জোড়া
              জগৎজোড়া  নাম ।


    🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏


সন্ধ্যা -৬ :৫২ মিনিট  ।
১৫ /১২ /২০১৯ রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।