বৈশাখেতে  নূতনখাতা ,শুভ মহরৎ উৎসব ,
আম ,জাম ,কাঁঠাল ,পাকে জৈষ্ঠ্যেতেই সব ।
আষাঢ়েতে রথযাত্রা রথের মেলায় যাওয়া ,
কত কি যে কেনা কাটা ,মন ভোলানো দাওয়া ।
শ্রাবণেতে ঝুলনযাত্রা"রাধামোহন জীউর ",
তাইনা দেখে চোখ জুড়াতো ,ভরতো যে মন মোর ।
ভাদ্রেতে শ্রীকৃষ্ণের জন্ম তিথি বলে ' জন্মাষ্টমী ' ,
তিরিশে ভাদ্র " পুরুষোত্তম "এর আবির্ভাব ''তাল নবমী '' ।
আশ্বিনেতে দূর্গা পূজা সাজো সাজো রব ,
নূতন জামা-কাপড় কেনা ,আরো কতসব ।
পূর্ণিমাতে ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপূজা ,
প্রসাদ খেতে ভাললাগে ফল , মূল ,খাজা -গজা ।
পূজোতে আলপনা আঁকে প্রতি ঘরের দ্বারে ,
পূজা -আর্চা ,ধূপ বাতি ,প্রতি ঘরে ঘরে ।
কার্তিকেতে কালীপূজা আলোর রোষনাই ,
তূবড়ি ,বাতি ,রস বাতি ,ফটকা ,ফাটায় সবাই ।
অগ্রহায়ণ মাসেরে ভাই "রাসযাত্রা"রাসের মেলা বসে ,
কিনতে মেলায় খেলনাবাটী ,মন্ডা মিঠাই ,মিষ্টি ভেজা রসে ।
পুরানো সেই দিনগুলি সব কভু কি ভোলা যায়  ?
পড়লে মনে দিনগুলি সেই ,মন ছুটে যায় সেথায় ।


          🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


সন্ধ্যা _ ৭:৩০ মিনিট ।
১৬ /১১/২০১৬ বুধবার ।
ডেবরা ॥