দয়াল তোমার দুনিয়াতে মানুষ চেনা দায় ,
মানুষরূপে যত শয়তান সুযোগের আশায় ¡
ছল ,চাতুরী ,দেড়চালাকিতে অতি বড় দক্ষতা ,
স্বার্থসিদ্ধিতে নিপুণ হস্ত ,অমায়়িক ভদ্রতা ¡
মাণুষের মুখোশ পরে থাকে সর্বদাই ,
মুখোশের আড়ালে ,শয়তান মুখ লুকিয়ে রয় ¡
ছলা-কলায় ওস্তাদ ,শয়তানের গাছ ,
জল না ছুঁয়েই ,জ্বাল না ফেলেই ধরবে সে  মাছ ¡
শয়তানদের শয়তানী আর দেড় চালাকের  ভাঁট ,
মুরোদ নেই বিন্দুমাত্র ,শয়তানের গাঁট ¡
নরাধম ,দেড়চালাক ,মুখোশধারী ,শয়তান ,
স্বীয় স্বার্থসিদ্ধ লাগি সদা নাই মাণ সম্মান ¡
জিহ্বাগ্রে মিথ্যাকথা ,মিথ্যাচার করে ,
যতই কটূক্তি করনা , তার লজ্জা নাই চরাচরে ¡
মিথ্যাবাদী ,লম্পট ,যতই কর ভর্ৎসনা ,
নাইসম্মান, বেহায়া ,নোংরামিতে ভয় না ¡


           **********
রাত্রি-৯:২৫ মিনিট ,
২৯ /০৬/২০১৮ শুক্রবার ,
কলকাতা ¡