চিনি চিনি মনে করি চিনিতে না পারি তারে ,
মনের মণিকোঠায় আঁকা চিত্র পটের প'রে ।
নয় চেনা নয় অচেনা সেই সেতো হৃদয় হরে ,
মন বলে কত আপন মনে ইচ্ছা দেখিবারে ।


ঘরের বাহিরে ছিলো মমতার আধার ধরে ,
উঠোনের আঙ্গিনাতে পায়ে পায়ে ঘুরে চারিধারে ।


সবুজের ক্ষেতে ক্ষেতে খেলে বেড়ায় দিনে রাতে ,
চঞ্চলা চপলা কেগো হরিণী সম রয়েছো মেতে ।


সবুজ শ্যামলী বাস অধরে খেলে মধুর হাস ,
শীরোপরে স্বর্নমুকুট গলে শোভে কাঞ্চন সুবাস ।
তুমি কি মা জগন্মাতা জগদ্ধাতৃ জন্মভূমি মা ?
সুখে দুঃখে জনম ধরে সহিছো কত অত্যাচার যন্ত্রণা ।


এখন চিনেছি মাগো মোর চির আরাধ্যা সেই জন্মভূমি ,
অন্ন জল বায়ু দিয়ে দানিলে দেহ অমূল্য জীবন তুমি ।
বারে বারে মাগো যেন জন্ম  নিয়ে আসি এই জন্মভূমিতে ,
তোমার ওই রাঙা চরণ দুখানি বক্ষে ধরে পারি যেন চুমিতে ।


তুমি আমার স্বদেশমাতৃকা জননী জন্মভূমি স্বর্গ সমান,
জনমে জনমে কখনো যেন না ভূলি মা আমি তোমারি সন্তান ।


              ********************
বেলা - ১১ : ২৬ মিনিট ।
৩০ /০৮ /২২ মঙ্গলবার ।
কোলকাতা ।