হরিনামের  জোয়ার এলো  ,দেশ ভেসে যায় ,
এই জোয়ারে ভাসবি যদি আয়রে চলে আয় !
নামের এমন মহিমা ,তার নেই কোন সীমা ,
হাঁড়ি ,চন্ডাল ,মুচি ,মেথর ,আদি ; নামে ডুবে যায় ,
শচী মাতার নন্দন '' নদে ''গোউর আর  নিতাই ,
আ-চন্ডালে নাম বিলিয়ে  জগৎ মাতায় !                                                    
দেখ নদীয়া বাসী ,''হরি "নামে হল উদাসী ,
"নাম "নিয়ে গৃহত্যাগী নিমাই সন্ন্যাসী !
হরি নামের  প্রেমেরই  ধারায় ,
প্রেমাশ্রুতে  বুক ভাসিয়ে ,নাচিয়ে বেড়ায় !
"হরি"শুধারস পিয়ে ,রসে মজল সবাই গিয়ে ,
ঐ নামেরই মদে মাতাল ,জগাই  আর মাধাই !
হরি নামের "দিশারী ",নিমাই হল ভিক্ষারী ,
নবদ্বীপের দ্বারে দ্বারে যাচে ,নাম ভিক্ষাকরি !
আবার "অনুকূল "আমার ,"নামে" মাতালেন সংসার ,
"রাধানাম " দীক্ষা দিয়ে ,এনেছেন জোয়ার !
তোরা ভাসবি যদি প্রেমনদীতে ,আয়রে চলে আয় ,
প্রেমাশ্রুতে বুক ভেসেছে ,"ঢল" নামে ধরায় !
"ঢল"এর নেইকো কিনারা ,নামে হয়ে দিশাহারা ,
"হরিনাম ,রাধানাম "এ হও মাতোয়ারা !
পতিত পাবন ঠাকুর আমার হ'য়ে অবতার ,
"নর নারায়ণ" রূপে ভবে আইলেন আবার !
নামে নেই যে কোন খাদ ,নামে হইয়ে উন্মাদ ,
ঐ নামেরই মায়া জ্বালে ,পাতা আছে ফাঁদ !
নাম কর সাধনা ,ঘুচবে সকল কামনা ,
অনায়াসে উদ্ধারিবে ভবযন্ত্রনা !!


       ********


বেলা ১১:০০ টা ; কলকাতা ;
০১ /০৫ /২০১৬ ;রবিবার