শালিক গুলো ঝগড়া করে
                রান্না ঘরের চালে ,
ধানের মরাই খড়ের গাদায়
                 ধান খাবে বোলে ।


গাছের খোঁড়ল পুলের ফোকরে
               বাসা বাঁধে তারা দালান কোঠাঘরে ।
পরের ঘরে বাসা বানায় থাকে পরের ঘরে
          যেথায় যাকিছুই পায় কুড়িয়ে খায় তারে ।


শালিক পাখী কয়যে কথা
         খাঁচায় রেখে শিখায় যদি তারে ,
যাই শেখাবে তাই শিখে সে
              বলে কথা মানুষের স্বর করে ।


গাছের খোঁড়ল পুলের ফোকরে
                পরের ঘরে বাসাবেঁধে ডিম পাড়ে ,
তা' দিয়ে ডিম পাড়ে ছানা
               বাইরের খাবার খাইয়ে তাদের বড় করে ।


ঘরের চালে ঝগড়া করে
            শালিকগুলো খাবার তরে ,
কেউ কি জানে কার বাসায় কে ডিম পাড়ে
             কে কার নীড়ে তাদের ছানা বড় করে ?


          ****************
রাত্রি - ৮ : ৪০ মিনিট ।
২৮ / ০২ /২৪ বুধবার ।
কোলকাতা ।