দেশের শুভাশুভ  কর্মে নেতাই শ্রেষ্ঠ কারিগর ,
কথার চাতুরালিতে বানায় নব্য দেশ দক্ষ বাজিগর।
নেতা কয় দেশের কর্মে জীবন মরণ পণ ,
দেশ ও দশের জন্যে দেবে জীবন আছে যতক্ষণ ।


নেতা মশাই কতই করেন ছলা কলা ,
হাবে ভাবে বোঝান তিনি কতই দেশ দরদী মেলা ।
কথার কপচানিতে  জনগনকে বানায় ভাই দাদা ,
সুমিষ্ট কথার ছলে সবাইকে বানায় গাধা ।


কথার ছলনায়  ভোলে সাধারন জনগন ,
কপটতা চাতুরী বোঝার উপায় নেই কোনরকম ।
শঠতা কপটতা কথা কোনটা সত্যি কোনটা মিথ্যা ,
বুঝে উঠার তার নেই কোনরকম যোগ্যতা  ।
যদিও বুঝতে পারে সেই চাটনি ধোঁকার মানেটা ,
প্রতিবাদে সহজ সরল জীবন যাপনে হবে বাধা  ।


নেতাগন সদাই স্বার্থ সুখে ভালোবাসে দেশমা'কে ,
জয় করে নেতা হলে সূর্য্য চন্দ্রও তার সাথে থাকে ।
ক্ষমতাবান বুদ্ধিমান সদা সর্বদা ভাবে মনে নিজেকে ,
যেখানে যা যেমন প্রয়োজন ভাষণ দিয়ে বোঝায় সাধারণকে ।


ভন্ডামি শয়তানি শঠতার বক্তৃতায় নেতারা অগ্রজ ,
লুটপাঠ জ্বালিয়াতি বুদ্ধিতে তারা সর্বদা সিদ্ধহস্ত ।
বাঝ্যিক ভদ্রতা জনদরদী সাধারনের জন্য পায় কষ্ট ,
মনেতে জহ্লাদ পাপিষ্ট হরে পরস্ব সদাই সে বলিষ্ট ।


         ******************
বেলা -- ১১ : 00 টা ।
২৪ / 0৭ / ২৩  সোমবার ।
কনকর্ড - শার্লোটে ( আমেরিকা )