হোলি খেলে রাঙা পলাশ শিমুলে  ,
বৃন্দাবনে খেলে হোলি গোপিনীরা মিলে ।
গোপিনীরা খেলে হোলি মারিয়া পিচকারী ,
মধ্যিখানে যুগল রাঙায় গোপিনীরা ঘিরি ঘিরি ।
গোপিনীগন মাঝে যুগল রাজে  যেন পূর্ণ শশী ,
রাইয়ের শিরে বেনী দোলে শ্যামের হাতে বাঁশী ।
রঙে রঙে রাঙালো যুগল গোপিনীরা সকলি ,
পিচকারীর রঙে ভিজে ব্রজের যত ধূলি ।
মেরোনা পিচকারী শ্যাম রঙ দিওনা আমায় ,
শ্বাশুড়ী ননদি ঘরে জলকেএসেছি আমি যমুনায় ।
শ্যাম কলঙ্কিনী সবে বলে যে আমায় ,
কি করে ফিরিব ঘরে ব্রজের আঙ্গিনায় ।
দোহাই শ্যাম দিওনা রঙ ধরি দুটি পায় ,
দিওনা দিওনা রং শ্যাম ছেড়ে দাও আমায় ।
আবীরে আবীরে রাঙে গোপের যত নারী ,
আবীরে রাঙালো তারা শ্যাম রাধাপ্যারী  ।
আজি বৃন্দাবনের পথে পথে চাঁদের উদয় ,
আকাশ বাতাশ রাঙা হলো আবীর ছড়ায় ।


    *********************
রাত্রি - ৮ :৩৫ মিনিট !
১৯ /০৩ /২২ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !