শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীমধুসূদন ,
ত্রিভঙ্গ মুরারী প্রভু দাও দরশন ।
তুমি হরি ত্রিপুরারী বিপদ ভঞ্জন ,
সকল জীবের উদ্ধার হেতু দেব নারায়ণ ।


যুগে যুগে আস প্রভু মানবের বেশে ,
ঘুচাও কালিমা তব প্রেমের পরশে ।
স্মরণ যাচিলে পাই চরণ তোমার  ,
প্রেমময় প্রেমের প্রভু সুন্দর অবতার ।


বৃন্দাবনে হোলী খেলে ব্রজগোপিনী ,
রঙেতে রাঙালে তুমি শ্রীমতি রাধারানী ।
ব্রজবালা রাঙালে তোমায় আবীরে আবীরে ,
রাধাকৃষ্ণ যুগলে রাঙায় পিচকারি মেরে ।


হোলী খেলিছে হরি শ্রীরাধারে বামে ধরি ,
বামে হেলে মোহনচূড়া যুগলে ধরে বাঁশরী ।
বৃন্দাবনের কুঞ্জবনে রাধাকৃষ্ণ একাসনে ,
রঙে রঙে রাঙালো দোঁহে ব্রজগোপিনীগনে ।


শ্রীমতি আর কৃষ্ণকানু ব্রজপুরে উদয় ভানু  ,
যুগল চরণ রাঙালো তারা ব্রজাঙ্গনাদের কানু ।


        ******************
সন্ধ্যা - ৬ : ২৭ মিনিট ।
২৫ / ০৩ / ২৪ সোমবার ।
কোলকাতা ।